Review, Tips And Tricks

Best Bangla Blog For Learn Some Thing New...

মুভির ডাউনলোড লিংক বের করার সবথেকে সহজ উপায় - ডাউনলোড করুন / দেখুন অনলাইনে অথবা সংরক্ষণ করুন আপনার ক্লাউডে।



ভিডিও দেখার সবথেকে জনপ্রিয় সাইট হচ্ছে YouTube. তবে কপিরাইট সমস্যার কারনে অধিকাংশ মুভি Youtube এ পাওয়া যায় না। ফলে ঐ সকল মুভি দেখা কিংবা ডাউনলোড করার জন্য অন্য সার্ভার কিংবা ওয়েভ সাইট ব্যবহার করতে হয়। ফলে যে সকল সমস্যা গুলো তৈরী হয় ----

  • সহজে মুভির খুজে পাওয়া যায় না।
  • ডাউনলোড করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
  • এসকল সাইট / সার্ভার পপআপ এড দিয়ে ভর্তি করে রাখা হয়েছে। যেটা খুবই বিরক্তিকর।
  • ডাউনলোড কিংবা স্টিমিং স্পিড খুব কম হয়।
  • সরাসরি নিজস্ব ক্লাউডে সংরক্ষণ করা যায় না।

এসকল সমস্যার সমাধানের জন্য আজকের এই টিউন।
প্রথমে জেনে রাখা দরকার Google Drive সম্পকে। এটি Google প্রদত্ত একটি ফ্রী ক্লাউড সার্ভিস। যেখানে ফ্রীতে ১৫ জিবি পযন্ত আপনার ফাইল সংরক্ষণ করতে পারবেন। তবে এর বাহিরে আপনি আনলিমিটেড HD Video কিংবা Photo স্টোর করে রাখতে পারবেন। এর জন্য আপনার ১৫ জিবি ক্লাউড থেকে কোন স্পেস কাটা হবে না।
আর এই সুযোগ কে কাজে লাগিয়ে অনেক মুভি ডাউনলোড সাইট তাদের মুভি গুলো Google Drive এ সংরক্ষন করে তাদের সাইটে পাবলিশ করে।
আমরা এই লিংক খুজে বের করে আমরা মুভি ডাউনলোড করবো। এতে আমাদের যে সুবিধা পাবো ----

  1. সরাসরি ডাউনলোড লিংক
  2. Youtube এর মত স্টিমিং সুবিধা
  3. উচ্চ গতিতে ডাউনলোড করার সুবিধা
  4. কোন পপ আপ কিংবা অন্য কোন এডের সমস্যা নেই
  5. নিজের ক্লাউডে সংরক্ষন করা।


চলুন শুরু করি -----

ধরুন অাপনি Rockstar মুভি ডাউনলো কিংবা অনলাইনে দেখতে  চাচ্ছেন। প্রথমে  Youtube এ সার্চ করেন। হয়ত পাবেন না।
এরপর  Google এ সার্চ করুন Rockstar Full Movie Download. অনেক রেজাল্ট পাবেন। গুগোল আপনাকে দেখাবে অনেক সাইটে মুভি টি আছে। কিন্তু যখনি আপনি ঐ সকল সাইটের ভিতরে ডুকবেন তখন দেখবেন অন্য সাইটের লিংক দেওয়া আছে। সেখানে ডুকলে হয়ত দেখবেন ৩০ সেকেন্ড সময় নিচ্ছে। অথবা রেজিস্টেশন করতে বলছে। আবার যখন সব কিছু করে যখন ডাউনলোড দিলেন হয়ত তখন দেখবেন স্পিড ১০০-২০০ কেবি / সেকেন্ড। আশা করি তখনি আপনার মুভি দেখার ইচ্ছে মিটে যাবে।

আপনি যদি সার্চ করার সময়ে ছোট একটি কাজ করেন তাহলে হয়ত এত সমস্যা খুব সহজে মুক্তি পাবেন।।

সার্চ করার সময় শুধু Google Drive লেখাটুকু যোগ করে দিন। যেমন Rockstar Full movie Download Google Drive.

How to download  full Movie -best easy  way


আশা করি পার্থক্য টা নিজেই দেখতে পেয়েছেন। সার্চ রেজাল্টের প্রথমেই Google Drive / Docs এর লিংক পাবেন। চোখ বুঝে লিংকে ডুকে যান। Youtube এর মত মুভিটা দেখতে পারবেন।

উপরের ডানপাশে তিনটা অপশন পাবেন। Drive + এর যে আইকন পাবেন সেটায় ক্লিক করে আপনার গুগোল ড্রাইভে সংক্ষন করতে পারেন। এতে আপনার ক্লাউডে কোন স্পেস কাটা হবে না এবং যে কোন সময় যেকোন ডিভাইস থেকে আপনি মুভিটি দেখতে পারবেন।

How to download  full Movie -best easy  way


অথবা আপনি চাইলে  Drive + আইকনের পাশে যে ডাউনলোডের আইকন আছে সেটায় ক্লিক করে  হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন।


বি.দ্র: সকল মুভি পাবেন না এবং ক্লাউডে সংরক্ষন করার জন্য Gmail লাগবে।

Bioscope - অনলাইনে টিভি দেখার সেরা এন্ডোয়েড এপ্স

অনলাইনে টিভি দেখার বেশ কিছু সুবিধা আছে। যেমন -
  • বিদুৎ না থাকলেও দেখতে পারবেন।
  • বিছনায় শুয়ে শুয়েও দেখতে পারবেন।
  • আলাদা ক্যাবল লাইনের দরকার নেই।
  • বাড়ির বাহিরে থাকলেও প্রিয় প্রোগ্রাম মিস হবে না।
যাই হোক প্লেস্টোরে টিভি দেখার বেশ কিছু এপ্স আছে কিন্তু এদের সীমাবদ্ধতা অনেক বেশী। দেশীয় টিভি চ্যালেন পাবেন না। পেলেও ভিডিও কোয়ালিটি ভালো না। এছাড়া অনলাইন সাইট থেকেও টিভি দেখা যায় কিন্তু মাত্রারিক্ত পপআপ এড আপনাকে বাধ্য করবে সাইট থেকে বের হয়ে আসার জন্য। এছাড়া বাংলাদেশের বিভিন্ন সীম কম্পানি টিভি দেখার বিভিন্ন এপ্স তৈরী করলেও সেটা ব্যবহার করতে আলাদা চার্জ দিতে হয়।
এসকল সমস্যার সমাধান হিসেবে প্লেস্টোরে রিলিজ হয়েছে বাংলা টিভি দেখার বিশেষ এন্ডোয়েভ এপ Bioscope. এটা গ্রামিনফোন কম্পানী তৈরী করেছে। যেটাতে বাংলাদেশী টিভি চ্যালেনের পাশাপাশি ভারতীয় বাংলা ও হিন্দি জনপ্রিয় টিভি চ্যালেন গুলো দেখতে পারবেন। খেলা প্রেমীদের জন্য আছে বেশী কিছু স্পোর্টস চ্যালেন।

অনেকে ভাবতে পারেন অন্য এপ্সের থেকে এটার বিশেষত্ব কি??

অবশ্যই অন্য যে কোন টিভি এপ্সের থেকে এটা অনেক গুন ভালো কেননা

  • এর ইউজার ইন্টারফেজ অসাধারন
  • কোন পপআপ এড নেই
  • লাইভ টিভি দেখার পাশাপাশি জনপ্রিয় নাটক কিংবা টিভি প্রোগাম দেখতে পারবেন
  • ভিডিওর কোয়ালিটি অনেক ভালো ( 540px)
  • কোন চার্জ নেই
  • বাফারিং সমাস্যা নেই
  • স্পিড কম হলে ভিডিও কোয়ালিটি পরিবর্তন করে দেখার সুযোগ রয়েছে।
  • প্রতিটি চ্যালেনের টিভি প্রোগ্রাম শিডিউল দেওয়া আছে
  • এপ্স থেকে রিমাইন্ডার সেট করতে পারবেন যেটা কোন প্রোগ্রাম শুরু হওয়ার পূর্বে আপনাকে জানিয়ে দিবে
এই সুবিধা সমূহ Bipscope এপ্সকে  অন্য এপ্স থেকে আলাদা করেছে।
চলুন এর কিছু স্কিনশর্ট দেখে নেই---

Bioscope Live TV user Interface
Boiscope - App User interface

Bioscope Live Tv Android app
Bioscope - Live TV 

Bioscope Live Tv



তবে এর কিছু সমস্যা রয়েছে----
  • একাউন্ট করতে হবে
  • বর্তমানে এটা Beta ভার্সনে  রিলিজ হয়েছে।


এপ্সটি ডাউনলোড করতে  প্লেস্টোরে গিয়ে সার্চ করুন Bioscope Live Tv..
অথবা নিচের লিংক দেখুন ----
      Playstore Link- Bioscope -Live TV